হঠাৎ করে অসুস্থবোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আগে থেকেই ভুগছেন।
এ দিকে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ মির্জা ফকরুল অসুস্থ হতে পড়ায় তাঁর পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।