স্বর্গ-নরক নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্যাটিকানের একটি পত্রিকা ‘লা রিপাবলিকা’য় গত বুধবার প্রকাশিত হয়েছে এক বিশাল প্রবন্ধ। পত্রিকার সম্পাদক, ৯৩ বছর বয়সী ইউজেনিও স্কালফারির লেখা ওই প্রবন্ধেই উল্লিখিত রয়েছে পোপ ফ্রান্সিসের একটি উদ্ধৃতি। তার দাবি, খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ ধর্মযাজক বলেছেন, নরক বলে কিছু নেই।
তবে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস এমন কিছু বলেননি। কারণ, সাম্প্রতিককালে পোপের সঙ্গে সরাসরি কোনো আলোচনা বা কথোপকথন হয়নি সাংবাদিক ইউজেনিও স্কালফারির।
আরো জানানো হয়েছে, পোপের সঙ্গে বেশ কয়েক দিন আগে কথা হয়েছিল সাংবাদিকের। তিনি সে সময়ে কোনো কিছুই লেখেননি। ফলে, প্রবন্ধটি লেখার সময়ে পোপের বলা সব কথা যে তিনি সব ঠিক মতো লিখেছেন তা নয়। বরং, নিজের মনের মাধুরী মিশিয়েই লিখেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ইতালির সাংবাদিক ইউজেনিও স্কালফারি দেখা করেছিলেন পোপ ফ্রান্সিসের সঙ্গে। তবে, কোনো সাক্ষাৎকার নেওয়ার অনুমতি তাকে দেওয়া হয়নি। ফলে, তার লেখায় পোপকে উদ্ধৃত করে এমন মন্তব্য করার কারণে স্বাভাবিকভাবেই তা ভালো চোখে দেখছে না ভ্যাটিকান সিটি।
তবে, ঘটনা সম্পর্কে এখনো নিজে কোনো মন্তব্য করেননি পোপ ফ্রান্সিস।