চাইলে যে কোন দিন থেকেই শুরু করে দিতে পারতাম আমরা ‘ক্ষত’র শ্যুটিং। কিন্তু আমরা চাচ্ছি ইউনিটের প্রতিটি সদস্য যেন জানে ‘ক্ষত’ কি। ‘ক্ষত’র গল্প যাতে সেট থাকে তার মাথায় কাজের সময়। যাতে সে বেটার আউটপুট’টা দিতে পারে এবং ভিন্ন ভিন্ন ভাবে আমরা আমরা প্রতিটি সেক্টরের সদস্যদের সাথেই বসছি গল্প নিয়ে। আমরা কি করতে চাই, উনি কি করতে পারবেন এসব নিয়ে।
সাথে প্রতিনিয়ত ছুটে চলেছে আমার প্রযোজক আর তার টিমও। ‘সোনার তরী’ নিয়ে এবং ‘ক্ষত’ নিয়ে তাদের যে একাগ্রতা দেখি আমি তা আমাকে সাবধান করে দেয়। কোন বিচ্যুতি যেন না হয় কাজে।
এমন টিম পেলে কাজের প্রতি ভালোবাসা আর গতি দুটোই বাড়ে সমান তালে। #ক্ষত- প্রথা ভেঙ্গে বেরিয়ে আসার ছবি।