২০১৫ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শারীরিক শিক্ষা বিষয়টি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ শারীরিক শিক্ষাবিদ সমিতি।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, দেশের খেলাধূলা উন্নয়নে কলেজের শরীরচর্চা শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের ক্রীড়াচর্চার ব্যবস্থা না থাকায় এবং শরীরচর্চার শিক্ষকদের অবহেলার কারণে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষা বিষয়টি না থাকার কারণে ছেলে মেয়েরা খেলাধূলায় আগ্রহী হয়ে ওঠে না। যার ফলে উচ্বচ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা মানসিক ভারসাম্য হারিয়ে নেশার জগতে ডুবতে থাকে। যার ফলে দেশে দিনদিন শিক্ষিত নেশাগ্রস্তদের সংখ্যা বেড়েই চলেছে।
অভিযোগ করে বক্তারা বলেন, আমরা শিক্ষক কিন্তু আমাদের পদমর্যাদা নেই। চাকরিতে যে পদে যোগদান করি সে পদেই থাকতে হয়। আমাদের কোনো পদোন্নতি নেই। অনেক ক্ষেত্রে আমাদের পদের অবনতি হয়।
এই জন্য শরীর চর্চার শিক্ষক পদটি প্রভাষক (শারীরিক শিক্ষা) পদে উন্নীত করার দাবিও জানান বক্তারা
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সংগঠনের সদস্য মো. রেজাউল করিম, ফয়েজ আহাম্মদ, আতাউর রহমান, রেহেনা আক্তার, চঞ্চল কুমার, নির্বাস হালদার, মো. বদরুজ্জামান চুন্নু, মো. আব্দুল জলিল, মো. হারুনুর রশিদ প্র্রমুখ।