প্রশ্নপত্র ফাঁস, ৪০ স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত

শিক্ষা

image_1এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার ৪০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করে উপজেলা শিক্ষক সমিতি।

আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, আদিতমারি উপজেলার ৮টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা একযোগে চলছে।

অভিন্ন প্রশ্নপত্র ও পরীক্ষার রুটিনে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছিল। শনিবার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে শিক্ষার্থীদের হাতে চলে যাওয়ায় সব বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সুষ্ঠভাবে তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি তদন্তের কাজ শুরু করেছে। তবে, কোথা থেকে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা এখন পর্যন্ত জানাতে পারেনি কোনো পক্ষই।

শিক্ষক সমিতির ওই নেতা আরো জানান, প্রতিটি বিদ্যালয় থেকে একটি করে প্রশ্নের সেট নিয়েছে উপজেলা শিক্ষক সমিতি। সেখান থেকে সমিতির পছন্দমত চারটি সেট তৈরি করে এক একটি সেট দিয়ে উপজেলার দু’টি ইউনিয়নের সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জানান, শিক্ষক সমিতির কাছে ৪০টি বিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের তথ্য থাকলেও প্রকৃত পক্ষে ৩৫টি হাইস্কুলের প্রশ্ন ফাঁস হয়েছে। তবে কিভাবে ফাঁস হলো সে তথ্য জানাতে পারেনি এ কর্মকর্তা।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) জহুরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *