হেলালুদ্দীন আরও বলেন, ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে দুটি দল ইসির চাওয়া অনুযায়ী প্রতিবেদন দেয়নি। এর মধ্যে গণফোরাম ছয় মাস সময় চেয়েছে। তাদের তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কোনো প্রতিবেদন দেয়নি, সময়ও চায়নি। তাদের নিবন্ধন কেন বাতিল করা হবে না, কারণ দর্শাতে বলা হয়েছে। জবাব না দিলে দলটির নিবন্ধন বাতিল করা হবে। আর নতুনভাবে নিবন্ধনের জন্য ৭৫টি দল আবেদন করেছিল। এর মধ্যে ১৯টি দলের আবেদন যথাযথ হয়নি বিধায় তাদের আবেদন নামঞ্জুর করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। অন্য দলগুলোর যাদের তথ্যের ঘাটতি আছে, সেগুলোকে ১৫ দিনের মধ্যে তথ্য দেওয়ার জন্য বলা হবে।