বিয়ে করতে এসেছেন কিন্তু শেভ করেননি বর। আর তাতেই ঘটে যত বিপত্তি। তবে তা কনের আপত্তি নয়। কনের বাবার আপত্তি। হবু শ্বশুরের আপত্তি বিয়ের আগে শেভ করতে হবে, না হলে কোনোভাবেই মেয়েই ছেলের হাতে তুলে দেবে না। পরে অবশ্য কনে পক্ষের দাবি মেনে বিয়ের আসরেই শেভ করেন বর। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার অঞ্জতি গ্রামে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত ১২ মার্চ ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসেন মঙ্গল চৌহ্বান। কিন্তু বিয়ের আসরে বরের মুখভর্তি দাড়ি দেখে সবাই কানাঘুষা করতে থাকেন। বিষয়টি কনের বাবার কানে গেলে তিনি বেঁকে বসেন। বরপক্ষের লোকজনও জানিয়ে দেন, এভাবে মেয়ের বাড়ির লোক তাদের হেনস্তা করতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন। দুপক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে।
মেয়ের বাবা রাধেশ্যাম বাবু পরিষ্কার জানিয়ে দেন, বর যতক্ষণ না গোঁফ–দাড়ি কাটছেন, ততক্ষণ বিয়ে হবে না। পরে মেয়ের বাড়ির দাবি মেনে শেভ করেন মঙ্গল চৌহ্বান। এর পর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। বুধবার বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান।