কাঠমান্ডুতে ইউএস বাংলা ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত ২৬ জন বাংলাদেশির মধ্যে ১৪ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে দুর্ঘটনার পাঁচদিন পর ফরেনসিক পরীক্ষা এবং ময়না তদন্ত শেষ করে নেপাল ও বাংলাদেশের চিকিৎসকদের যৌথ দলের পক্ষ থেকে নিহত ১৪ জন বাংলাদেশি, ৯ জন নেপালি এবং একজন চীনা নাগরিকের নাম ঘোষণা করা হয়।
স্বজনরা দেখে নিশ্চিত করলে তাদের হাতে মৃতদেহ হস্তান্তর করা হবে।
নিহত ১৪ জন বাংলাদেশী নাগরিকের নাম :
১.অনিরুদ্ধ জামান ২.মো রফিকুজ্জামান ৩. তাহিরা তানভিন শশী রেজা ৪. মিনহাজ বিন নাসির ৫. মো মতিউর রহমান ৬. মোসাম্মাৎ আখতারা বেগম ৭. মো হাসান ইমাম ৮. তামারা প্রিয়ন্ময়ী ৯.এস এম মাহমুদুর রহমান ১০. আবিদ সুলতান ১১. পৃথুলা রশিদ ১৩. খাজা সাইফুল্লাহ ১৪. বিলকিস
কাঠমান্ডুর একটি হাসপাতালে উপস্থিত স্বজন ও সাংবাদিকদের সামনে এই নামগুলো পড়ে শোনান বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ডা: সোহেল মাহমুদ।