হোয়াটসঅ্যাপের অজানা কিছু ফিচার

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

4

 

 

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেঞ্জার এটি। কিছুদিন পরপরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তারই জের ধরে সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত হয়েছে। তবে এতে সাতটি সিক্রেট ফিচার্স রয়েছে, যেগুলো অনেকের কাছেই অজানা।

১. হোয়াটসঅ্যাপ মূলত একটি মোবাইল মেসেঞ্জার। কিন্তু ডেস্কটপেও সহজেই এই মেসেঞ্জার ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে ডেস্কটপের কানেক্ট করা যায়। একটি কিউআর কোড স্ক্যান করতে হয়। ডেস্কটপে হোয়াটটসঅ্যাপ ওয়েব বলে সার্চ করুন। সেখানে একটি কিউআর কোড দেখাবে। সেটি এবার মোবাইলের সঙ্গে স্ক্যান করুন। কিন্তু দু’টি ডিভাইসেই যেন ইন্টারনেট কানেকশন থাকে। ডেস্কটপের কাছেই যেন মোবাইল সেটটি থাকে।

২. হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশনও পাঠানো সম্ভব। ধরুন আপনি কোথাও গিয়েছেন, রাস্তা চিনতে পারছেন না। বন্ধুকে চ্যাটের মাধ্যমেই লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাটাচ অপশনে গিয়ে লোকেশন-এ ক্লিক করুন। সেখান থেকে শেয়ার লাইভ লোকেশন-এ ক্লিক করুন। ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার জন্য সেই লাইভ লোকেশন আপনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে শেয়ার করতে পারবেন।

৩. কোনো মেসেজ পড়লে অর্থাৎ সিন হলে ব্লু-টিক দেখায়। কিন্তু আপনি যে মেসেজটি পড়েছেন, তা বোঝাতে না চাইলে, ব্লু-টিক অপশনটি ডিজেবল করে রাখতে পারেন। এই ভাবে ব্লু-টিক ডিজেবল করতে পারেন— সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> রিড রিসিপটস। রিড রিসিপটস অপশনটি ডিজেবল করে নিন। এই ফিচারটির ফলে আপনি কোনও মেসেজ পড়লেও রেসিপিয়েন্টের কাছে ব্লু-টিক দেখাবে না। কিন্তু আপনার মেসেজও অন্য কেউ পড়লে আপনি ব্লু-টিক দেখতে পারবেন না।

৪. হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখান টাকারও আদানপ্রদান সম্ভব। লক্ষ লক্ষ ব্যবহারকারীর ফোনে পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকার দেওয়া নেওয়া সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে, টাকা সোজাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। প্রথমে হোয়াটসঅ্যাপে সেটিংসে যান। পেমেন্ট অপশনে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি সিলেক্ট করতে হবে। টাকা পাঠাতে হলে, চ্যাটে যেখান থেকে ছবি বা অন্য কোনও ডকুমেন্টস শেয়ার করেন, সেখানে ক্লিক করুন। ওখানেই পেমেন্ট অপশন দেখাবে। একই ভাবে আপনাকে চ্যাটের মাধ্যমেই অন্য কেউ টাকা পাঠাতে পারবেন।

৫. অনেক সময়ে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে ফেলি। এবার সেইগুলোকে আমরা স্টার দিয়ে মার্ক করে রাখতে পারি। এর জন্য একটি মেসেজে কিছুক্ষণ ধরে ক্লিক করে রাখতে হবে। একটি স্টার আইকন আসবে। সেখানে ক্লিক করতে হবে।

৬. হোয়াটসঅ্যাপে ডিলিট অপশনটি সকলেরই জানা। ভুল করে মেসেজ পাঠিয়ে দিলে তা ৭ সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিলে তা আর দেখা যেত না। এবার সেই সময়সীমা বেড়ে হল ৬৮ মিনিট।

৭. আগে হোয়াটসঅ্যাপে কেউ ইউটিউব ভিডিওর লিঙ্ক পাঠালে,  তা ইউটিউবে গিয়েই খুলতে হতো। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময়ে একসঙ্গেই সেই ইউটিউব ভিডিও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *