ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবানীপুর ডাইস ফ্যাক্টরী এলাকায় অভিযান চালিয়ে ২০ মন কচ্ছপসহ প্রবাস চন্দ্র সরকারকে (৪০) আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রবাস চন্দ্রকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এসময় বেআইনীভাবে পাচারকালে ২০ মন কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বিপুল পরিমান কচ্ছপ পাচারকাজে জড়িত থাকার দায়ে ভবানীপুর এলাকার জনৈক মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে প্রবাস চন্দ্র সরকারকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রবাসকে বন্য প্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। জব্দকৃত বিপুল পরিমাণ কচ্ছপ পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।