ঢাকা-চট্রগ্রাম রেলরুট আংশিক চালু উদ্ধার কাজ শুরু

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার মুখোমুখি সারাদেশ

 

Gazipur-0
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: পূবাইল সেষ্টশনের নিকট ঢাকাগামী উপকুল এক্সপ্রেস টেনের ইঞ্চিন সহ একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্রগ্রাম রেলরুট বন্ধ হয়ে গেছে। তবে একটি লাইনে ট্রেন চলছে। দূঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।

মঙ্গলবার বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলরুটের পূবাইল ষ্টেশনে ওই দূর্টনা ঘটে। সন্ধ্যা ৬টায় উদ্ধার কাজ শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকুল এক্সপ্রেস টেনটি পূবাইল ছাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাট ফরমের পশ্চিম অংশে লাইনচ্যূত হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্চিন ও একটি বগি লাইন থেকে পড়ে যায়। ঘটনার পর ট্রেন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তবে কারো অবস্থা আশংকাজনক নয়।

প্রত্যক্ষদশীরা জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন ছাড়ার ১নং লাইন থেকে পড়ে যায়। দ্রুত গতিতে ট্রেনটি চলার কারণে এবং রেললাইনের শ্লিপারে প্রয়োজনীয় সংখ্যক পাথর না থাকায় দূঘটনা হয়ে থাকতে পারে।

সন্ধ্যা ৬টায় পূবাইল ষ্টেশনের মাষ্টার তহুরুল ইসলাম জানান, এই মাত্র উদ্ধারকারী ট্রেন এসে পৌছেছে। বতমানে ষ্টেশনের ২নং ও ৩নং লাইনে ট্রেন চলাচল করছে। সকল লাইনে ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।

এদিকে পূবাইল ষ্টেশনে ট্রেন দূঘটনার কারণে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে বেশ কয়েক ঘন্টা সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকাল ৫টার পর একটি লাইনে ট্রেন চলাচল শুরু হয়। সূত্র বলছে, রেলরুটের একটি লাইন বন্ধ থাকায় ওই রুটে নির্ারিত সকল ট্রেনের সময় সূচি বিঘ্নত হয়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *