একটি হৃদয় ভাগ করে বেঁচে রয়েছে দুই ভাই!

বিচিত্র
image_159602.mom holding baby hand istockআমেরিকার জর্জিয়ার আটলান্টায় রয়েছে নর্থসাইড হসপিটাল। সেখানে স্থানীয় সময় ৭টা ৩২ মিনিটে জন্ম নিলো দুই যমজ ভাই। তাদের দেহ একসঙ্গে জুড়ে রয়েছে। শুধু তাই নয়, তারা একটি হৃদযন্ত্র, হাত এবং পা ভাগাভাগি করে নিয়েছে। চিকিৎসকরা জানান, এটি খুবই বিরল ঘটনা।
শিশু দুটির পরিবার দারুণ আপ্লুত এদের পেয়ে। তারা ফেসবুক পেজে জানান, দুটো শিশুই গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করে জন্মের পর পরই।
হাসপাতাল থেকে জানানো হয়, এই যমজের হৃদযন্ত্র এবং সার্কুলারি সিস্টেম আলাদা করা সম্ভব নয়।
ফেসবুকে তাদের বাবা-মা মিশেল এবং রবিন হাম্বি দম্পতি জানান, এ দুজনের জন্য সবার প্রার্থনা প্রয়োজন।
মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টার থেকে জানানো হয়, প্রতি ২ লাখ শিশু জন্মের মধ্যে একটি জোড়া লাগানো যমজ জন্মের সম্ভাবনা থাকে। এভাবে জন্ম নেওয়া শিশুদের ৪০-৬০ শতাংশ জন্ম নেয় এবং ৩৫ শতাংশ মাত্র একদিন বাঁচে।
বর্তমানে এই দুই যমজের যত্নআত্তি করছেন চিকিৎসকরা।
সূত্র : ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *