ঢাকা: নেপালে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ ছিলেন। ফ্লাইটের যাত্রীদের তালিকা থেকেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বৈশাখী কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানেন না তার সহকর্মীরা।
ঢাকাসহ কাঠমন্ডুতে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান বৈশাখি টেলিভিশনের এ্যাসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজ। তিনি বলেন, তার পাসপোর্ট ও টিকেটের মিল পাওয়া গেছে। অফিসিয়ালি তিন ছুটিতে আছেন।
আমরা সব ধরনের চেষ্টা করছি তার সর্বশেষ অবস্থা জানার জন্য। তিনি জানান, দূর্ঘটনার পর পরই তার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক বন্ধ পাওয়া যাচ্ছে। ফয়সাল আহমেদ বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বিটের সংবাদ কভার করতেন। ফয়সালের গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্যা। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন।