ঢাকা: বিচারিক আদালতের নথি না আসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশ একদিন পিছিয়ে আগামীকাল বিকেলে ধার্য করেছেন আদালত।
আজ সকালে এই আদেশ দেয়া হয়। এর আগে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন জামিন মঞ্জুরের আর্জি জানান। এর প্রেক্ষিতে আদালত আগামীকাল বিকেলে আদেশের জন্য দিন ধার্য করে। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদনের ওপর আদেশের জন্য বুধবার আদালতে এ সংক্রান্ত মেনশন স্লিপ জমা দেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেনশন স্লিপ গ্রহণ করে আজ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।
২০শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছিল। নিম্ন আদালত থেকে মামলার নথি পাওয়ার পর জামিন বিষয়ে আদেশ দেয়ার কথা জানিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান।