সময়টা ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজেও পুরোপুরি ব্যর্থ টাইগাররা। এ সব কিছু মাথায় নিয়েই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে লঙ্কান কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর ভাষ্যে, ‘আমরা তো শ্রীলঙ্কার কন্ডিশন জানি। মোটামুটি আমাদের মতোই কন্ডিশন। আমার কাছে মনে হয় এটা কোনো ইস্যু হবে না।’
প্রথম ম্যাচেই প্রেমাদাসায় ভারত-শ্রীলঙ্কা গড়েছে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। স্বাগতিকরা ম্যাচ জিতেছে ১৭৪ রান তাড়া করেই। নিজেদের ম্যাচেও মাহমুদউল্লাহ এমন ব্যাটিং সহায়ক উইকেটই আশা করছেন। তিনি বলেন ‘প্রেমাদাসার উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়। আমার মনে হয় এই টুর্নামেন্টে সব উইকেটই ভালো হবে।’
মাহমুদউল্লাহর মতে, ‘এই ফরম্যাটে আপনি যদি সংশয় নিয়ে মাঠে নামেন তবে সেটা ভালো কিছু বয়ে আনবে না। আমি ছেলেদের মাঠে নেমে ভালো ক্রিকেট উপহার দেওয়ার কথা বলেছি।’
নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবার অপেক্ষায় ভারতের মুখোমুখি হওয়ার।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।