আজ পালিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা আর ভালোবাসায় দক্ষিণ আফ্রিকাসহ বিশ্ববাসী স্মরণ করছে তাঁকে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান বর্ণবাদবিরোধী আন্দোলনের এই কিংবদন্তি নেতা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার জনগণের উদ্দেশে বলেন, ”আমরা মাদিবাকে স্মরণ করবো। দেশের ঐক্য, বিশ্বশান্তি, উন্নয়ন ও সকল দক্ষিণ আফ্রিকান নাগরিকের জন্য সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখেছেন মাদিবা। আসুন আমরা পুনরায় প্রতিশ্রুতির মাধ্যমে তার স্বপ্ন পূরণের অঙ্গীকার ব্যক্ত করি।”
ম্যান্ডেলা তার নিজ দেশের লোকদের কাছে মাদিবা নামেই বেশি পরিচিত। এটি তার গোষ্ঠী নাম।
ম্যান্ডেলা বর্ণবদের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে মুক্ত করতে গিয়ে শ্বেতাঙ্গ সরকারের রোষানলে পড়েন। তাকে টানা ২৭ বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়।
শেষ পর্যন্ত বর্ণবাদী সরকার তাকে ১৯৯০ সালে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৯৪ সালে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৩ সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
ম্যান্ডেলাকে স্মরণের অংশ হিসেবে প্রিটোরিয়ায় ইউনিয়ন ভবনে ম্যান্ডেলার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ৪৮৫০ স্বাক্ষর সংবলিত শোক বই এবং ৩ হাজার কার্ড প্রদর্শন করবে। ম্যান্ডেলার মৃত্যুর পর এই শোক বই ও কার্ড সংগ্রহ করা হয়েছে।