পরের জেমস বন্ড সিরিজের নাম প্রকাশ পেয়েছে। গতকাল এর পরিচালক স্যাম মেন্ডেজ নতুন পর্বের নাম ঘোষণা করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘স্পেকট্রা’। এই পর্বে থাকছে নতুন কয়েকজন অভিনেতা এবং বরাবরের মতো বন্ডের গাড়ি অ্যাস্টন মার্টিনের বিশেষ একটি সংস্করণ।
এর আগে বন্ডের কয়েকটি পর্বে ‘স্পেকট্রা’ উঠে আসে। এটি একটি সন্ত্রাসী সংগঠন যার পরিচালক আর্নেস্ট ব্লোফেল্ড। এর শুরু হয়েছিল ‘ড. নো’ এর মাধ্যমে।
এবার নতুন পর্বে আসছেন অ্যাকডেমিক অ্যাওয়ার্ড বিজয়ী অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টোফার ওল্টাজ থাকছেন। এ ছাড়া বিবিসি’র ‘শারলক’ সিরিজের মরিয়ার্টি চরিত্রের অভিনেতা অ্যান্ড্রু স্কট থাকছেন। এবারের নতুন বন্ড গার্ল হিসেবে থাকছেন লিয়া সিডক্স এবং মনিকা বেলুচি।
চতুর্থবারের মতো জেমস বন্ড থাকছেন ডেনিয়েল ক্রেগ। ২০১২ সালের ‘স্কাইফল’ পর্বের পর আবারো পরিচালক হিসেবে আসছেন মেন্ডেজ।
অন্যান্য বারের মতো স্পাই চিফ থাকছেন রাল্ফ ফিনেস, গ্যাজেড মাস্টার কিউ থাকছেন এম বেন হুইশ এবং মিস মানিপেনি হিসেবে আছেন নাওমি হ্যারিস।
এ যাবতকালের সবচেয়ে সফল বন্ড পর্বটি ছিলো স্কাইফল। গ্লোবাল বক্স অফিসে ছবিটি ১.১ বিলিয়ন ডলার কামাই করে।
লন্ডনের পাইনউড স্টুডিও-তে এর শুটিং শুরু হতে চলেছে। এ ছাড়াও শুটিং চলবে মরক্কো, মেক্সিকো এবং অস্ট্রিয়ায়। আগামী বছরেই দেখতে পারবেন ‘স্পেকট্রা’। সূত্র : ফক্স নিউজ
এর আগে বন্ডের কয়েকটি পর্বে ‘স্পেকট্রা’ উঠে আসে। এটি একটি সন্ত্রাসী সংগঠন যার পরিচালক আর্নেস্ট ব্লোফেল্ড। এর শুরু হয়েছিল ‘ড. নো’ এর মাধ্যমে।
এবার নতুন পর্বে আসছেন অ্যাকডেমিক অ্যাওয়ার্ড বিজয়ী অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টোফার ওল্টাজ থাকছেন। এ ছাড়া বিবিসি’র ‘শারলক’ সিরিজের মরিয়ার্টি চরিত্রের অভিনেতা অ্যান্ড্রু স্কট থাকছেন। এবারের নতুন বন্ড গার্ল হিসেবে থাকছেন লিয়া সিডক্স এবং মনিকা বেলুচি।
চতুর্থবারের মতো জেমস বন্ড থাকছেন ডেনিয়েল ক্রেগ। ২০১২ সালের ‘স্কাইফল’ পর্বের পর আবারো পরিচালক হিসেবে আসছেন মেন্ডেজ।
অন্যান্য বারের মতো স্পাই চিফ থাকছেন রাল্ফ ফিনেস, গ্যাজেড মাস্টার কিউ থাকছেন এম বেন হুইশ এবং মিস মানিপেনি হিসেবে আছেন নাওমি হ্যারিস।
এ যাবতকালের সবচেয়ে সফল বন্ড পর্বটি ছিলো স্কাইফল। গ্লোবাল বক্স অফিসে ছবিটি ১.১ বিলিয়ন ডলার কামাই করে।
লন্ডনের পাইনউড স্টুডিও-তে এর শুটিং শুরু হতে চলেছে। এ ছাড়াও শুটিং চলবে মরক্কো, মেক্সিকো এবং অস্ট্রিয়ায়। আগামী বছরেই দেখতে পারবেন ‘স্পেকট্রা’। সূত্র : ফক্স নিউজ