রাতুল মন্ডল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর নিখোঁজের পরদিন গভীর শালবনের বিতর পাওয়া গেছে ব্যাটারিচালিত অটোরিক্সাচালক বৃদ্ধের লাশ। নিহত আবুল কাশেম ওরফে ইদ্দি(৭০) উপজেলার টেংরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি গত রোববার বিকেলে রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে আসেননি। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
নিহতের স্বজনেরা জানান, আবুল কাশেম প্রতিদিন সকালের দিকে রিক্সা নিয়ে বের হন। তিনি নিজে আয় করে সংসার চালান। রোববার বিকেলে রিক্সা নিয়ে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। পরদিন সোমবার পাশ্ববর্তী পোষাইদ গ্রামের ডাকাত বিটার একটি গভীর শালবনের ভেতরে কারও লাশ পড়ে থাকার খবর দেয় ওই গ্রামের কয়েকজন। পরে সেখানে গিয়ে লাশটি নিখোঁজ রিক্সাচালকের বলে সনাক্ত করেন তার স্ত্রী ও সন্তানেরা। বৃদ্ধের ১ ছেলে ও ১ মেয়ে বিয়ে করে আলাদা থাকছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় শক্ত আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।