বলিউড কিং শাহরুখ খান বলিউড ছাড়াও বহির্বিশ্বের বেশ জনপ্রিয় একজন সেলিব্রেটি। তার জনপ্রিয়তার প্রমাণ আরো একবার উঠে আসলো উইকিপিডিয়ার সার্চে। জনপ্রিয়তায় হলিউড তারকা টম ক্রুজ এবং অ্যাঞ্জেলিনা জোলিকেও ছাড়িয়ে গেছেন শাহরুখ খান।
২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত উইকিপিডিয়ায় সবচাইতে বেশি সার্চ করা সেলিব্রেটি তালিকায় শাহরুখ আছেন দ্বিতীয়তে। প্রথম অবস্থানে আছেন কিম কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ানকে সার্চ করা হয়েছে ৭৩.৫ মিলিয়ন বার। ৬০.৬ মিলিয়ন বার সার্চ করা হয়েছে শাহরুখ খানকে। তৃতীয় অবস্থানে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। তাকে সার্চ করা হয়েছে ৫৬.৪ মিলিয়ন বার।
এর পরেই আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। টম ক্রুজ আছেন এগারতম অবস্থানে। শাহরুখ খানের ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্স টুইটারে এই তালিকাটি শেয়ার করেছে।
শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন ‘জিরো’ ছবির কাজ নিয়ে। এই ছবিতে তিনি বামন চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার সাথে থাকছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’–এর ব্যানারে তৈরি এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২১ ডিসেম্বর।