বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতে অবমুক্ত করা হতে পারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের কনজ্যুমার প্রিভিউ। এবার জানা গেল আরও একটি নতুন তথ্য। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মাইক্রোসফটের জনপ্রিয় সেবা কর্টানা যুক্ত করা হতে পারে এতে।
আগামী জানুয়ারিতে কোনজ্যুমার প্রিভিউ ছাড়ার পর পরবর্তী কয়েক মাসে নিয়মিতভাবে টেক প্রিভিউ ছাড়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
এছাড়াও কনজ্যুমার প্রিভিউতে থাকতে পারে আরও নানা ফিচার। এর মধ্যে রয়েছে Continuum যা ব্যবহার করে খুব সহজেই দুটি ডিসপ্লে মোডের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করে নেওয়া যায়।