কলম্বিয়ার ‘লা ক্যান্ডেলারিয়া’ নামে এক মনাস্টরি দর্শনে গিয়েছিল ১০ বছরের এক খুদে পর্যটক। চলার পথেই হঠাৎ তার নজরে আসে একটি পাথর। যার মধ্যে আটকে ছিল মাছের আকারের কোনো বস্তু। স্বাভাবিকভাবেই সেটির ছবি তোলে সে। পরে তা কোনো ভাবে স্থানীয় মিউজিয়মের জীবাশ্মবিদদের হাতে পৌঁছে যায়। পরবর্তীতে মিউজিয়মের পক্ষ থেকে তা পাঠিয়ে দেওয়া হয় গবেষণার জন্য। তার তাতেই সামনে আসে অবিশ্বাস্য এক তথ্য।
গবেষণার নানা তথ্য প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ সিস্টেমেটিক প্যালিয়োন্টোলেজি’-তে। গবেষণার মূল কাজটি হয় কানাডার ইউনিভারসিটি অফ অ্যালবার্টায়।
এ ব্যাপারে গবেষণায় বলা হয়েছে যে, জীবাশ্মটি এমন একটি মাছের যা পাওয়া যেত প্রায় ৯ কোটি বছর আগে। বর্তমানে এই মৎস্য প্রজাতির কোনো অস্তিত্ব নেই। গবেষকদের মতে, এই জীবাশ্মটি ‘লিজার্ড ফিশ’ প্রজাতির। কলম্বিয়ায় এই প্রথম এমন জীবাশ্মের নিদর্শন পাওয়া গেছে।