ঢাকা: বলিউড সিনেমার আইকন শ্রীদেবীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিলো ভারত। লাখো ভক্তের উপস্থিতিতে মুম্বইয়ের ভিলে পার্ল সমাজসেবা শ্মশানে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সৎকার অনুষ্ঠানে শবে মুখাগ্নি করেন শ্রীদেবীর স্বামী চলচিত্র নির্মাতা বনি কাপুর। এ সময় এ দম্পতির দুই কন্যা জাহ্ণবি ও খুশি পাশে ছিলেন। পারিবারিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই।প্রিয় অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে গোটা ভারত থেকে মুম্বইয়ে জড়ো হন আবালবৃদ্ধবনিতা। আজ ভোর থেকেই মুম্বইয়ের লোখান্ডওয়ালাতে জনসমাগম বাড়তে শুরু করে।
বেলা বাড়ার সাথে সাথে বেড়ে ভিড়।
ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেয়া হয় স্পোর্টস ক্লাবের দরজা। এছাড়া শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে বলিউডের অসংখ্য তারকা উপস্থিত হন। দুপুর পৌনে ৩টা পর্যন্ত স্পোর্টস ক্লাবে শায়িত ছিল শ্রীদেবীর মরদেহ। এরপর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের উদ্দেশে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।গেল শনিবার দুবাইতে ৫৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।