২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুফতি উসামার সঙ্গে অংশ নিয়েছিলেন শাকিব খান। দুজনের মধ্যে যোগাযোগও হয় নিয়মিত। সম্প্রতি এক ঘরোয়া বৈঠকে অংশ নিয়েছিলেন দুজন। আর সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, দুজন কোনো একটা বিষয় নিয়ে আলোচনারত। কী সেই বিষয়? জানতে চাইলে শাকিব বলেন, ‘উসামা অনেক জ্ঞানী মানুষ। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সুযোগ পেলেই তাঁর সান্নিধ্য নেওয়ার চেষ্টা করি। ধর্ম সম্পর্কে জানতে পারি।’ তবে শাকিব সহজভাবে উত্তর দিলেও গুঞ্জন রটেছে, শিগগিরই হয়তো উসামার সঙ্গে তাবলিগে যোগ দিতে যাবেন এই ঢালিউড সুপারস্টার। এর আগে অভিনেতা অনন্ত জলিল, ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার মুফতি উসামার সঙ্গে দেখা করেছেন। তাবলিগও করেছেন কেউ কেউ।