জার্মানিতে নাৎসি হিটলারের স্মৃতিচিহ্ন সাধারণত রাখা হয় না। তবে এবার তার একটি ব্যতিক্রম হলো। জার্মানির একটি চার্চে রয়েছে হিটলারের স্মৃতিবিজড়িত ঘণ্টা। তবে কর্তৃপক্ষ চেয়েছিল সে ঘণ্টাটিকে সরিয়ে ফেলতে।
ঘণ্টাটিতে নাৎসি হিটলারের ‘স্বস্তিকা’ চিহ্ন বড় করে আঁকা রয়েছে। এছাড়া সেখানে লেখা রয়েছে ‘সবকিছু পিতৃভূমির জন্য- অ্যাডলফ হিটলার।’
অনেক গ্রামবাসীই দাবি করছিলেন, তারা হিটলারের ঘণ্টার নিচে তাদের সন্তানকে বড় করতে চান না। ১৯৩৪ সালে ঘণ্টাটি স্থাপিত হয়েছে সেই গ্রামের চার্চে।
বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে শেষ পর্যন্ত জার্মানির সেই গ্রামের ‘প্রোটেস্ট্যান্ট চার্চ অব সেন্ট জেমস’ সম্প্রতি বেলটি রাখবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয় কাউন্সিলরদের মাঝে ।
ভোটে অবশ্য হিটলারের ঘণ্টাটি রাখার পক্ষেই মতামত পাওয়া যায়। ১০-৩ ভোটে ঘণ্টাটি অপসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন চার্চ কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি