দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে। নির্ভয়ে কাজ করবেন আপনারা, জনগণের কল্যাণে কাজ করবেন। কিন্তু আপনারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে দেশের উন্নতি হবে না, নানা রকম সমস্যার সম্মুখীন হবে।
আজ মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সরকারি উন্নয়ন ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বিদ্যুৎখাতে হাজার হাজার কমপ্লেইন, বিদ্যুতের মিটার দেওয়া হয়নি। মিটার ছাড়া লাইন, খুঁটির সমস্যা আরো অনেক।
তিনি বলেন, প্রভাবশালীদের ক্ষেত্রে কোনো তদবির শুনবেন না। আমাদের জানাবেন, আপনাদের পরিচয় গোপন রাখব। আমি গ্যারান্টি দিচ্ছি তাদের আইনের আওতায় আনা হবে, কিন্তু আপনারা আইন ভঙ্গ করবেন না এবং প্রভাবিত হবেন না।
এ সময় তিনি প্রকৌশল বিভাগকেও দুর্নীতি ব্যাপারে সতর্ক করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব শামসুল ইসলাম প্রমুখ।