পৃথিবীর উচ্চতম আকাশচুম্বী টাওয়ার বানাবে লাদেনের পরিবার

বিচিত্র

ladenবিশ্বের উচ্চতম টাওয়ার তৈরি করছে ওসামা বিন লাদেনের পারিবারিক নির্মাণ সংস্থা৷ ৫১৪ মিটার দীর্ঘ ১১৪ তলার টাওয়ারটি তৈরি হচ্ছে মরক্কোর কাসাব্লাঙ্কায়৷লাদেনের পারিবারিক সংস্থা সৌদি আলতুর্কি হোল্ডিং গ্রুপ এই প্রকল্পটির দায়িত্বে রয়েছে৷
লাদেন নিজেও একসময় তাঁদের এই পারিবারিক নির্মাণ ব্যবসায় যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে৷
একশো কোটি টাকারও বেশি খরচ হচ্ছে টাওয়ারটি তৈরিতে৷পবিত্র ধর্মগ্রন্থ কোরানের ১১৪টি পর্বের কথা মাথায় রেখে এই টাওয়ারটিও ১১৪তলা উঁচু করার কথা ভাবা হয়েছে৷ এটিই হবে আফ্রিকার সবচেয়ে উঁচু টাওয়ার৷ বিশ্বে একাধিক জনপ্রিয় টাওয়ার তৈরি করার খ্যাতি রয়েছে লাদেনের পারিবারিক এই সংস্থার৷ তাঁর জঙ্গি কার্যকলাপ কখনওই প্রভাব ফেলেনি পারিবারিক ব্যবসায়৷ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে যাওয়ার পর থেকে লাদেন তাঁদের এই ব্যবসার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না৷ ইতিমধ্যেই ২৫০ হেক্টর একটি জমিতে অত্যাধুনিক নকশায় বহুতল বানানোর বরাত পেয়েছে সংস্থাটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *