অনেক দ্রুত গতিতে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করতে চালু হয়েছে ফোরজি নেটওয়ার্ক। এখন গ্রাহক আগের চেয়ে অনেক গতিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। তবে এ জন্য তাদের হ্যান্ডসেটটি হতে হবে ফোরজি সমর্থিত। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের রয়েছে ১০টি মডেলের ফোরজি হ্যান্ডসেট। খুব শিগগিরই আসছে আরেকটি ফোরজি সমর্থিত স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এসসিক্স ইনফিনিটি’।
আকর্ষণীয় ডিজাইন এবং মাল্টিটাস্কিং সুবিধাযুক্ত ফোনটির প্রি-বুক বা আগাম ফরমায়েশে মিলছে ক্যাশব্যাক, ব্যাকপ্যাক ও টি-শার্ট। ওয়ালটন সেলুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও ৮.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর সমৃদ্ধ ফোনটির গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-টি ৭২০। রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, যা ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।
ফোনটির পেছনে থাকছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫পি লেন্স। দুর্দান্ত সেলফির জন্য সামনে থাকছে সফট এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ এ ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৪পি লেন্স। পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি ভিডিও ধারণ করা যাবে। ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ডুয়াল সিমের স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা। ফোনের তথ্য সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৮.১ মিমি স্লিম ফোনটি বেশ হালকা। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৪৬ গ্রাম। স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র ১৬ হাজার ৯৯০ টাকা।
সোনালি, নীল এবং ধূসর রঙের ফোনটির প্রি-বুক বা আগাম ফরমায়েশ দেওয়া যাবে ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com এ। আগাম ফরমায়েশে কোনো টাকা জমা দিতে হবে না। পরে ক্রেতার সুবিধামতো স্থান থেকে হ্যান্ডসেটটি সংগ্রহ করতে পারবেন।