সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে কত টাকা খরচ হবে, তা নির্ধারণ করে চলতি বছর হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। আর সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৭ জন।
জানা গেছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ-১ প্যাকেজ অনুযায়ী খরচ করতে হবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর হজ-২ প্যাকেজ অনুযায়ী খরচ করতে হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। বিমানভাড়াসহ সব মিলে খরচ হবে ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়াসহ অন্যান্য সাধারণ খরচ ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকা। এর সঙ্গে অন্য সার্ভিস চার্জ মিলিয়ে বাকি খরচ নির্ধারণ করবে হজ এজেন্সিগুলো।
এ ছাড়াও সর্বনিম্ন মোট খরচ সরকারি ব্যবস্থাপনায় হজ-২ প্যাকেজের কম হতে পারবে না বলে জানা গেছে।