যুক্তরাজ্যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গর্ভধারণের হার বাড়ছে। দেশটির স্বাস্থ্যদপ্তর(এনএইচএস) এই সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে।
এনএইচএস-এর ২০১৫ সালের তথ্য অনুযায়ী, বছরের অন্য সপ্তাহগুলোর চেয়ে ১৪ ফেব্রুয়ারিসহ আগের ও পরের সাতদিন গর্ভধারণের হার ৫ শতাংশ বেশি।
এনএইচএস-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভালোবাসা দিবসে গর্ভধারণের হার বাড়ছে। তবে, এই গর্ভ ধারণের হার ক্রিসমাসকে ছাড়াতে পারেনি।
এদিকে, এনএইচএস-এর আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে, ভালোবাসা দিবসের চেয়ে ক্রিস্টমাসে গর্ভধারণের হার এখনও বেশি। এছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি হয়।
প্রসঙ্গত, ব্রিটেনে ভালোবাসা দিবস শুরু হয় চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীতে। ভালোবাসা দিবস নিয়ে সেখানে মাতামাতি একটু বেশিই থাকে। প্রচলিত ধারণা মতে, ভালোবাসা দিবসে ব্রিটেন এবং ইতালির অবিবাহিত মেয়েরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে। তারা বিশ্বাস করে, সূর্যোদয়ের পর প্রথম যে পুরুষকে তারা দেখবে সে অথবা তার মতোই কোনো পুরুষ এক বছরের মধ্যে তাদের জীবনসঙ্গী হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট