আজ বুধবার নির্বাচন ভবনে ইউরোপিয়ান পার্লামেন্টারি (ইপি) ডেলিগেশনের সঙ্গে এক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারা বা না পারার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
কমিশন সচিব বলেন, সিইসি বলেছেন- খালেদার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি আদালতের বিষয়। উনার বিষয়ে আদালত যদি অনুমোদন করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অনুমোদন না দেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।
সচিব আরো বলেন, কেবল আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। আর মামলার অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।