জজ কোর্টে বিস্ফোরণ!

সারাদেশ

ককটেল-বিস্ফোরণনারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বাথরুম ও ওজুখানায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও বাথরুমের জানালার গ্লাসগুলো ভেঙে গেছে। বিস্ফোরণের পর আদালত পাড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

তবে এটা কিসের বিস্ফোরণ সেটা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে বেশ কিছু কয়েন ছড়িয়ে ছিটিয়ে ছিল।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জোনের এএসপি এহসানউদ্দিন চৌধুরী জানান, এটা কিসের বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বিকট শব্দে আদালতের আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জজ কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় এদিন কোর্ট বন্ধ ছিল। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমাদের আইনজীবীদের কিছুদিন আগে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়।
ওই সময়ে প্রশাসন বিষয়টির প্রতি নজর দিলে হয়তো এখন এ ধরনের ঘটনা ঘটতো না বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *