আমলা-ককে ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা

Slider খেলা

260232_152

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশের দেয়া ২৭৯ রানের চ্যালেঞ্জ ভালোভাবেই দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটেই দলীয় স্কোর ১০০ ছাড়িয়ে নিয়ে গেছে। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ১০৪ রান। তাদের দরকার বাকি ৩৩ ওভারে আরো ১৭৫ রান। ডি কক ৫৬ এবং হাশিম আমলা ৪৭ রানে ক্রিজে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। মুশফিকুরের ১১০ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরির স্বাদ নিলেন মুশি। ২০১৫ সালে নভেম্বরের পর প্রথমবার ওয়ানডেতে তিন অংকে পা দিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর ছাড়া ওপেনার ইমরুল কায়েস ৩১, সাকিব আল হাসান ২৯, মাহমুদুল্লাহ রিয়াদ ২৬, লিটন কুমার দাস ২১, সাব্বির রহমান ১৯, মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ ও নাসির হোসেন ১১ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৪৩ রানে ৪ উইকেট নেন।
মুশফিকের এক সেঞ্চুরি : অনেক মাইলফলক
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ কিম্বার্লিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অনবদ্য ১১০ রান করেন মুশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর।

আজকের ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশে। এসব ম্যাচগুলোতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি।
এতোদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিলো ৯০ রান। ২০১৫ সালের জুলাইয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার।

আজকের ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন মুশফিকুর। ২০১৫ সালে নভেম্বরের পর ওয়ানডেতে তিন অংকে পা দিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। আর এই প্রথমবারের মত প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান মুশি। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি ম্যাচ খেলেছেন মুশফিক।
দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওয়ানডে ৫ হাজার রান সাকিবের
তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ রান খেলা ইনিংসে নিজের ক্যারিয়ারে ৫হ াজার রান পূর্ণ করেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে ওয়ানডেতে সাকিবের রান ছিলো ১৭৭ ম্যাচে ৪,৯৮৩। তাই ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৭ রান দরকার পড়ে সাকিবের।
আজ বাংলাদেশ ইনিংসে নবম ওভারের শেষ বলে ক্রিজে যান সাকিব। ব্যাটিং-এ প্রমোশন পেয়ে তিন নম্বরে ব্যাট হাতে নামেন তিনি। ২০১৪ সালের নভেম্বরের পর আবারো তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে এই ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে মিড উইকেটে ১ রান নিয়ে ৫ হাজার রান পূর্ণ করেন সাকিব। সেই সাথে বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ৫হাজার রান ও ২ শ’ বা ততোধিক উইকেট শিকারের মালিক হলেন সাকিব। সবচেয়ে কম ম্যাচ খেলে ৫হাজার রান ও ২ শ’ বা ততোধিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন সাকিব।

শেষ পর্যন্ত ২টি চারে ৪৫ বলে ২৯ রান করেন সাকিব। ফলে ওয়ানডেতে তার রান এখন ৫০১২ রান। ১৭৩ ম্যাচে ৫৭৪৩ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। ১৭৭ ম্যাচে ৪৫০৮ রান নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন মুশফিকুর রহিম।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানরা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ১৭৩ ১৭১ ৫৭৪৩
সাকিব আল হাসান ১৭৮ ১৬৮ ৫০১২
মুশফিকুর রহিম ১৭৭ ১৬৩ ৪৫০৮
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮
মাহমুদুল্লাহ রিয়াদ ১৪৬ ১২৭ ৩১৮১।

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে কম ম্যাচে অংশ নিয়ে ৫ হাজার রান ও ২ শ’ উইকেট শিকারের মালিক হয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমন কীর্তিতে সাকিব বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হলেও ম্যাচ বিবেচনায় সবার উপরে তিনিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৯ রান করার পথে এই বিশ্বরেকর্ডের মালিক হন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ১৭৭ ম্যাচে ৪৯৮৩ রান ও ২২৪ উইকেট। ২ শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। তাই ব্যাট হাতে আর ১৭ রান করলেই ৫ হাজার পূর্ণ করবেন সাকিব। তাতে বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রান ও ২ শ’ উইকেট শিকারের মালিক হবেন তিনি। সেই সাথে দ্রুত এই মাইলফলক স্পর্শ করার বিশ্বরেকর্ডও গড়বেন সাকিব।

আজ কিম্বার্লিতে ব্যাট হাতে ২৯ রান করেন সাকিব। এই ছোট্ট ইনিংসটি খেলার পথে ব্যক্তিগত ১৭ রানে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাইলকফলক স্পর্শ করার সাথে সাথে বিশ্বরেকর্ডের মালিক হয়ে যান সাকিব।

সাকিবের আগে অলরাউন্ডার হিসেবে ২ শ’ উইকেট শিকারের পাশাপাশি ৫ হাজার রানের মালিক হয়েছেন দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস, শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি-আব্দুর রাজ্জাক।

ক্যালিস ১৯৭তম ম্যাচে ৫ হাজার ও ২ শ’ উইকেট শিকারের মালিক ছিলেন। এই রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিলো ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিলো আরও বেশি ম্যাচ। আফ্রিদি ২৩৯ ও রাজ্জাক ২৫৮তম ম্যাচে ৫ হাজার ও ২ শ’ উইকেট শিকারের মালিক হয়েছিলেন।
তাই ক্যালিস-জয়সুরিয়া-আফ্রিদি ও রাজ্জাকের চেয়ে কম ম্যাচ খেলে ৫ হাজার ও ২ শ’ উইকেট শিকারের মালিক হয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব।
ওয়ানডেতে অন্তত ৫ হাজার রান ও ২ শ’ উইকেট নেয়া অলরাউন্ডাররা :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ৪৪৫ ১৩৪৩০ ৩২৩
জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৩২৮ ১১৫৭৯ ২৭৩
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩৭৮ ৭৬১৯ ৩৭৮
আব্দুর রাজ্জাক (পাকিস্তান) ২৬৫ ৫০৮০ ২৫৪
সাকিব আল হাসান (বাংলাদেশ) ১৭৮ ৫০১২ ২২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *