সেলফি তুলতে গিয়ে আবারও মৃত্যু। প্রায় সময় দেখা যায় একটু ভিন্ন আঙ্গিকে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। ভারতের সোনারি থানা এলাকার ডুমহানি নদীর একটি ব্রিজে নিখুঁত সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হল এক নাবালকের। নিহত কিশোরের নাম মহম্মদ তানজির (১৩)।তার বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরের আজাদনগরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তানজির ও তার তিন বন্ধু ডুমহানি নদীর উপরে তৈরি একটি নতুন ব্রিজের উপর দাড়িয়ে সেলফি তুলছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে টাটা মেইন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷
এটাই প্রথমবার নয়। গত বছর নভেম্বর মাসেও এই ধরণের একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের পাতালপানি ঝর্ণায়। সেখানেও সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ১৬ বছরের নাবালিকার।