প্লেনটি উড়াল দিয়েছে কয়েক মিনিট হয়েছে। এর মধ্যেই এক যাত্রীর অস্বাভাবিক আচরণে ভড়কে যান অন্যান্য যাত্রী ও বিমান কর্মীরা। ওই যাত্রী জামাকাপড় খুলে চিৎকার শুরু দেন। শেষে বাধ্য হয়ে উলঙ্গ ওই যাত্রীর কারণে বিমান আবারও ফিরে আসে এয়ারপোর্টে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেড স্টিভেনসের অ্যাংকরেজ আন্তর্জাতিক বিমানবন্দরে আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমান ছাড়ার পরে ওই যাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই বিমানের টয়লেটে গিয়ে নিজেকে আটকে রাখেন। পরে নিজের জামাকপড় খুলে বাইরে ফেলে দেন ওই ব্যক্তি। ওই সময় বিমানে ১৭৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পরেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানযাত্রীদের মধ্যে।
বিমান কর্তৃপক্ষের দাবি, বিমানটির কর্মীরা ওই যাত্রীকে নানাভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি জোরে চিৎকার শুরু করেন টয়লেটের ভিতর থেকেই। শেষে বাধ্য হয়ে চালক বিমানটিকে আবারও এয়ারপোর্টে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
পরে ওই অস্বাভাবিক বিমান যাত্রীকে গ্রেফতার করে এফবিআই। তবে বিমানের মধ্যে তার এমন আচরণের কারণ জানা যায়নি। ওই ব্যক্তি মদ্যপ ছিলেন কি না- খতিয়ে দেখছে এফবিআই।