পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে মারধর করেছে- অভিযোগে সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় রাঙামাটি শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ছাত্রলীগ।
হরতালের বিষয়ে জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনী কাজ করছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, রাঙামাটি স্টেডিয়ামে ফুটবল খেলে বাসায় ফেরার সময় সুপায়ন চাকমার ওপর অতর্কিত হামলা চালায় পিসিপি কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে আমরা সকাল সন্ধ্যা হরতাল পালন করছি।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি রিন্টু চাকমা বলেন, সুপায়ন চাকমার ওপর হামলার সঙ্গে পিসিপির কোনো সম্পর্ক নাই। আমরা খবর নিয়ে জেনেছি, মাঠের খেলার বিরোধকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।