‘নেইমার অহংকারী নয়; সবাই ওকে ভুল বুঝে’

Slider খেলা

133304ney_kalerkantho_pic

 

 

 

 

 

একের পর এক গোল করছেন, দলকে জিতিয়ে দিচ্ছেন কঠিন অবস্থা থেকে, কিন্তু তারপরও যেন পিএসজির সঙ্গে ঠিক আত্মার মিলটা হচ্ছে না ব্রাজিল সুপারস্টার নেইমারের। বার্সেলোনার সঙ্গে তার আত্মার মিল হয়ে গিয়েছিল, ফরসি ক্লাবটিতে তার কিছুই হচ্ছে না। এর কারণ কী? নেইমার কি আসলেই এতটা খারাপ? নাকি সবাই তাকে ভুল বুঝে?

বার্সেলোনার সঙ্গে নেইমারের সম্পর্ক এতটাই ঘনিষ্ট যে, প্যারিসে আসার পরও ছুটে গিয়েছিলন কাতালুনিয়ায়। পুরনো বন্ধু মেসি-সুয়ারেসদের সঙ্গে পুনর্মিলন ঘটাতে। এমন পুনর্মিলন মাঝে মধ্যেই নাকি প্রকাশ্যে কিংবা গোপনে ঘটে। মেসিদের কাছে তিনি বেশ আমুদে এবং বন্ধুভাবাপন্ন মানুষ। তবে পিএসজির সতীর্থদের কাছে নেইমারের অবস্থান নাকি ঠিক উল্টো। লিগ ওয়ানের ডিফেন্ডাররাও এ দলে থাকবেন। ড্রিবলিং করতে প্রচণ্ড জ্বালাতন করেন নেইমার।

পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমারকে ঘিরে নাকি ড্রেসিংরুম অশান্ত হয়েছে। দলাদলি, কোচ-কাভানির সঙ্গে মনোমালিন্য সবই হয়েছে। এমনকী ক্লাবের দর্শকরা দুয়োধ্বনি শুনিয়েছে নেইমারকে! এসব ঘটনায় ব্রাজিল সুপারস্টারের ইমেজ বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেভিন ট্রাপ অন্য কথাই বললেন। তার মতে, ‘নেইমার নিজেকে তারকা ভাবে না। ড্রেসিংরুমে সে সব সময় সোজাসাপটা কথা বলে।’

কেভিন আরও বলেছেন, ‘ওর হৃদয় অনেক বড়। সে খুবই ভদ্র এবং সবাইকে সাহায্য করতে চায়। সে আর যাই হোক অহংকারী নয়। এর মাঝেই দলের সঙ্গে মিশে গেছে। সে হলো এমন এক নেতা, যে সব সময় জিততে চায়। কিন্তু কেন যেন কেউ কেউ ওকে ভুল বুঝে। আশা করি সব সমস্যার দ্রুতই সমাধান হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *