সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ২

Slider বাংলার আদালত

f089626a7dcce62dd8e27eace1311d91-5a61a10f7e6d8

 

 

 

 

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও ভারতীয় মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার বনগাঁও সীমান্ত থেকে বিজিবির অভিযানে তাদের আটক করা হয়।

এরা হল, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার কান্দিগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আশাবুল (৩৫) ও একই গ্রামের মারফত আলীর ছেলে ইশবাল হোসেন (২৫)।

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির হেডকোয়ার্টার সূত্রে জানা যায়, সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আজাহার আলীর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১০টায় সীমান্তের ৫’শ গজ অভ্যন্তরে চিনাউড়া নামক এলাকা থেকে মোটসাইকেল আরোহী দু’জনকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ভারতীয় চোরাই ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, মোটরসাইকেল ও ইয়াবার চালানসহ আটককৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *