মো: আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধি : রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে এক কারখানার শ্রমিকরা।
দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়া ক্লাব মোড় এলাকার ‘ইকো ফুড কোম্পানি’ নামের একটি কারখানায় সোমবার সকাল থেকে এ আন্দোলন শুরু হয়।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘চলতি মাস সহ তিন মাসের বেতন আটকিয়ে রাখছে কারখানার মালিক কর্তৃপক্ষ। আজ (সোমবার) সকালে আবার বিদ্যুৎ বিল বকেয়ার কারণে বিদ্যুৎতেরও লাইন (সংযোগ) বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই বেতনের দাবিতে গত কাল (রোববার) রাতেও আন্দোলন করা হয়েছিল। আবার আজ সকাল থেকে কারখানার ভেতর দিক থেকে তালা লাগিয়ে সবাই কারখানার ভেতরে আন্দোলন করা হচ্ছে।’
তারা আরো বলেন, ‘ সকাল থেকে বেতনের জন্য আন্দোলন করছি। কাউকে খাবারের জন্যও বাহিরে যেতে দেওয়া হয়নি। আমরা পেটের দায়ে কাজ করি। যদি টাকাই না পাই তাহলে কাজ করে লাভ কি? ঘর ভাড়া দিব কি করে? না খাইয়ে থাকব কতদিন?’
শ্রমিকরা জানান, ‘ইকো ফুড কোম্পানি’ কারখানায় প্রায় দেড় শতাধিক শ্রমিক রয়েছেন। তাদের তিন মাসে প্রায় ২০ লাখ টাকা বকেয়া আছে।
বেতনের সুব্যবস্থা না হওয়া পর্যন্ত এই ভাবে সকল কাজ বন্ধ করে আন্দোলন করা হবেও বলেও জানান শ্রমিকরা।
আন্দোলনের বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘শ্রমিক আন্দোলনের বিষয়ে আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। শ্রমিকরা যদি থানায় এসে অভিযোগ করে তাহলে আমরা ব্যবস্থা নেব।