কম্পিউটার কারখানার উদ্বোধনের পর পরই ওয়ালটন নিয়ে এলো দেশে তৈরি ডেস্কটপ পিসি ও মনিটর। বাজারে এসেছে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ৬ মডেলের ওয়ালটন ব্র্যান্ড পিসি এবং ২ মডেলের ফুল এইচডি মনিটর। উচ্চমানসম্পন্ন এসব ডেস্কটপ ও মনিটর তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়।
এর আগে গত ১৮ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালটন কম্পিউটার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
সব মডেলের ওয়ালটন ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী প্রসেসর। রয়েছে বিল্ট-ইন স্পিকারযুক্ত কমপ্যাক্ট ডিজাইনের আকর্ষণীয় কেসিং। ডেস্কটপগুলো দেখতে সুন্দর। সহজে বহনযোগ্য এবং দীর্ঘ সময় কাজের জন্য উপযুক্ত। ওয়ালটন ডেস্কটপের দাম শুরু হয়েছে ২৩,৫৫০ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৪৪,৯৯০ টাকা।
ডব্লিউডিপিজি৪৪০০১ মডেলের ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ৩.৩০ গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম প্রসেসর। আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫১০। ৪ জিবি ডিডিআর৪ র্যাম। যা প্রয়োজনে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। স্টোরেজ হিসেবে থাকছে ১ টেরাবাইট ৭২০০ সাটা হার্ডডিস্ক ড্রাইভ। এটির দাম মাত্র ২৩,৫৫০ টাকা।
ডব্লিউডিপি৭১০০০২, ডব্লিউডিপি৭১০০০৩ এবং ডব্লিউডিপি৭১০০০৪ মডেলে রয়েছে ৩.৯০ গিগাহার্জ গতির ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর। সঙ্গে থাকছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬৩০। প্রতিটি ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ৪ জিবি ডিডিআর৪ র্যাম। যা প্রয়োজনে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। স্টোরেজ হিসেবে থাকছে ১ টেরাবাইট ৭২০০ সাটা হার্ডডিস্ক ড্রাইভ। ডেস্কটপগুলোর দাম যথাক্রমে ২৯,৯৯০, ৩১,৫৫০ এবং ৩২,৫৫০ টাকা।
ডব্লিউডিপি৭৫০০০৫ এবং ডব্লিউডিপি৭৫০০০৬ মডেলের ওয়ালটন ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ৩.৮০ গিগাহার্জ গতির ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর। রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬৩০। প্রতিটি ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ৪ জিবি ডিডিআর৪ র্যাম। যা প্রয়োজনে যথাক্রমে ৩২ এবং ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে থাকছে ১ টেরাবাইট ৭২০০ সাটা হার্ডডিস্ক ড্রাইভ। এই ডেস্কটপ দুটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর দৃষ্টিনন্দন কেসিং ও কুলিং সিস্টেম। এতে ব্যবহৃত হয়েছে স্বচ্ছ সাইড কভার এবং এলইডি ফ্যান। ফলে এই ডেস্কটপ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দীর্ঘক্ষণ কাজের জন্যও উপযুক্ত। দাম যথাক্রমে ৪১,৫৫০ এবং ৪৪,৯৯০ টাকা।