ভারতের জম্মু ও কাশ্মীরে আবারও তুষার চাপা পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কাশ্মীরের কুপওয়াড়ায় মাচিল সেক্টরে এই ঘটনা ঘটেছে।
গত বুধবার আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়। আর সেই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর ভারত। তখনই কাশ্মীরে তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তুষারধস হবে বলে জানানো হয়েছিল। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটল এই ঘটনা।
গত মাসেই ১১ জনের মৃত্যু হয়েছিল তুষারধসে। কুপওয়াড়ায় ঘটে এই ঘটনা। সেই এলাকায় ফের নামল তুষারধস।