ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর গোলাম রব্বানীর কুশপুত্তলিকায় আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা। আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় তারা।
এর আগে গতকাল মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা আসে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’দের আন্দোলনের সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুদ আল মাহাদী অপুর পক্ষ থেকে।
কুশপুত্তলিকায় আগুন দেওয়ার আগে যে বিক্ষোভ মিছিলটি বের হয় তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরি, ডাকসু, কলাভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, বাণিজ্য অনুষদ পেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরের পদত্যাগ, যে প্রক্টর মামলা করে তার বর্জন চেয়ে নানা শ্লোগান দেন তারা।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাজধানীর ৭টি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে ও বিচার চেয়ে ১৭ জানুয়ারি প্রক্টরকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখের আন্দোলনকারীরা। এরই জেরে পরদিন অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন সাধারণ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন এই মামলা প্রত্যাহার চেয়ে আন্দোলন করছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা।