শ্রীপুরে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Slider গ্রাম বাংলা

ল্যপটপ বিতরণ 2

 

 

 

 

 

রাতুল মন্ডল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে।

(২৭ জানুয়ারী শনিবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন স্থানীয় সাংসাদ আলহাজ্ব এ্যাড. মো. রহমত আলী (এম.পি)।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে তথ্য প্রযুক্তি শিক্ষা বিস্তারের লক্ষ্যে ল্যাপটপ বিতরণের উদ্দ্যোগ গ্রহন করা হয়। শনিবার শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ১১৩ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ল্যাাপটপ বিতরণ করা হয়।

বিদ্যালয় গুলো হলো, বিধাই সরকারী প্রাথমিক বিদ্যালয়,যোগিরসিট সরকারী প্রাঃ বিদ্যালয়,গলদাপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,জাহাঙ্গীরপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,বিধাই হয়দেবপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,ধামলই সরকারী প্রাঃ বিদ্যালয়,ধামলই ২নং সরকারী প্রাঃ বিদ্যালয়,বলদীঘাট সরকারী প্রাঃ বিদ্যালয়,কাওরাইদ ১নং সরকারী প্রাঃ বিদ্যালয়,বাপ্তা বেইলদিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,নান্দিয়া সাঙ্গুন সরকারী প্রাঃ বিদ্যালয়,হয়দেবপুর দরগা সরকারী প্রাঃ বিদ্যালয়,কাঠালী সরকারী প্রাঃ বিদ্যালয়,বড়নল সরকারী প্রাঃ বিদ্যালয়,পাঠানটেক সরকারী প্রাঃ বিদ্যালয়,চরবাহার সরকারী প্রাঃ বিদ্যালয়,সোনাকর সরকারী প্রাঃ বিদ্যালয়,সাত খামাইর সরকারী প্রাঃ বিদ্যালয়,দরগার চালা সরকারী প্রাঃ বিদ্যালয়,গাড়ারণ সরকারী প্রাঃ বিদ্যালয়,বরকুল সরকারী প্রাঃ বিদ্যালয়,বালিয়া পাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,আবদার বাজার সরকারী প্রাঃ বিদ্যলয়,উত্তর পেলাইদ সরকারী প্রাঃ বিদ্যালয়,সাইটালিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,টেংরা নাছির উদ্দিন সরকারী প্রাঃ বিদ্যালয়,টেংরা সরকারী প্রাঃ বিদ্যালয়,বেকাসাহারা সরকারী প্রাঃ বিদ্যালয়,তালতলি সরকারী প্রাঃ বিদ্যালয়,মাওনা সরকারী প্রাঃ বিদ্যলয়,টেপির বাড়ী আনসার সরকারী প্রাঃ বিদ্যালয়,মুলাইদ সরকারী প্রাঃ বিদ্যালয়,পূর্ব নিজ মাওনা সরকারী প্রাঃ বিদ্যালয়,নিজ মাওনা সরকারী প্রাঃ বিদ্যালয়,ধনুয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,নগর হাওলা সরকারী প্রাঃ বিদ্যালয়,ফরিদপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,নয়াপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,শৈলাট সরকারী প্রাঃ বিদ্যালয়,গোসিংগা সরকারী প্রাঃ বিদ্যালয়,লতিফপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,বেড়াবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়,সাভারচালা সরকারী প্রাঃ বিদ্যালয়,কর্নপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,হায়াত খানচালা সরকারী প্রাঃ বিদ্যালয়,বেড়াবাড়ী (পঃ)সরকারী প্রাঃ বিদ্যালয়, পেলাইদ সরকারী প্রাঃ বিদ্যালয়,শিরিশগÍড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়,বদনী ভাংগা সরকারী প্রাঃ বিদ্যালয়,আক্তার পাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,কপাটিয়া পাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,সিংগারদিঘী সরকারী প্রাঃ বিদ্যালয়,বারোতোপা সরকারী প্রাঃ বিদ্যালয়,ইন্দ্রপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,ভেরামতলী সরকারী প্রাঃ বিদ্যালয়,চকপাড়া ২নং সরকারী প্রাঃ বিদ্যালয়,চকপাড়া ১নং সরকারী প্রাঃ বিদ্যালয়,দমদমা সরকারী প্রাঃ বিদ্যালয়,প্রহলাদপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,নানায়া সরকারী প্রাঃ বিদ্যালয়,মারতা সরকারী প্রাঃ বিদ্যালয়,বনখরিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,প্রতাপপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,বাঁশকোপা সরকারী প্রাঃ বিদ্যালয়,আতলড়া সরকারী প্রাঃ বিদ্যালয়,ফাউগান সরকারী প্রাঃ বিদ্যালয়,বেড়াইদেচালা সরকারী প্রাঃ বিদ্যালয়,কেওয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,লোহাগাছ সরকারী প্রাঃ বিদ্যালয়,বৈরাগীর চালা সরকারী প্রাঃ বিদ্যালয়,মাধবখলা সরকারী প্রাঃ বিদ্যালয়,ভাংনাহাটি মমতাজ উদ্দিন সরকারী প্রাঃ বিদ্যালয়,ভাংনাহাটি সরকারী প্রাঃ বিদ্যালয়,মিটালু সরকারী প্রাঃ বিদ্যালয়,চিনাশুখানিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,রাজেন্দ্রপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,দলজোর সরকারী প্রাঃ বিদ্যালয়,বিন্দুবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়,ডোয়াইবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়,টেপিরবাড়ী দেওয়ানের চালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,সিমলাপাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,রাজারাম পুর রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,দঃ গলদা পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,জাহাঙ্গীরপুর (পঃ) রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,কার্ণপুর গÍচ্ছগ্রাম রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,পোতাবাড়ী রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,পশ্চিম নিজ মাওনা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,বড়বাইদ রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,বিধাই আবদার বাতেনিয়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,ডোমবাড়ী চালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গিলাশ্বর শহর আব্দুল জব্বার রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গোদারচালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,হেরাপটকা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,জয়নারায়ন পুর রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,চন্নাপাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গিলারচালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গাজীপুর রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,উত্তর পেলাইদ রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,তাঁতী সূতা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,নিমাইচালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গোসিংগা মোড়ল পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,ইন্দ্রবপুর দক্ষিনপাড়া চাঁনবানু সরকারী প্রাঃ বিদ্যালয়,কেওয়া পশ্চিম খন্ড দরগার চালা রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,ভাংনাহাটি রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,শৈলাট পঃ পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,গাজীপুর দঃ পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয় মুলাইদ উঃ পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,বাপ্তা ঈদগাহ্ রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,পুর্ব বাঁশবাড়ী রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,মাওনা উঃ পাড়া রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়,মেন্দিপুর রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম ফাতেমার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানিয় সাংসদ আলহাজ¦ এ্যাড. মোঃ রহমত আলী (এম.পি)।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল (বুলবুল) উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আঃ লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,আ’লীগ নেতা আহসান উল্লাসহ প্রাথমিক বিদ্যালয় সমুহের সভাপতি ও প্রধান শিক্ষক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *