চলে গেলেন প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী

Slider বিনোদন ও মিডিয়া
supriya-devi
আজ শুক্রবার ভোরে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন জনপ্রিয় ও গুণী এই শিল্পী।

সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চট্টোপাধ্যায় জানান, সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে মারা যান এই অভিনেত্রী। প্রথমে এই ঘটনা বাড়ির লোকজনও বুঝতে পারেননি।

সাত বছর বয়সে বাবার হাত ধরে সুপ্রিয়া দেবীর থিয়েটারে আত্মপ্রকাশ। প্রহ্লাদ দাসের কাছে নাচ শিখেছিলেন তিনি। এরপর একের পর এক কালজয়ী ছবি তিনি উপহার দেন। বাংলা ছবির দর্শকদের মনে জায়গা জুড়ে ছিলেন উত্তম-সুপ্রিয়া জুটি। ‘বসু পরিবার’ ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। ‘মেঘে ঢাকা তারা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় ভুলতে পারেন না সিনেমাপ্রেমী মানুষ।

২০০৬ সাল পর্যন্ত ৪৫টি ছবিতে তিনি অভিনয় করেন। পাশাপাশি কিছু ধারাবাহিকে দাপটের সঙ্গে তার অভিনয় জায়গা করে নিয়েছে বাঙালি দর্শকদের মনে। পদ্মশ্রী থেকে বঙ্গবিভূষণ। একাধিক সম্মানে তিনি ভূষিত হয়েছেন।

সুপ্রিয়া দেবী ১৯৩৫ সালে তৎকালীন বর্মায় জন্ম গ্রহণ করেন। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে বড় অধ্যায়ের যবনিকা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *