ভারতের ঝাড়খণ্ডের পালামৌ জেলায় প্রতি বছর বসে ভূত তাড়ানোর অদ্ভুত মেলা। নবরাত্রির দিন হায়দারনগরে অবস্থিত দেবি মায়ের মন্দিরের পাশে মেলা বসে। মন্দিরের পাশে এখানে এক অশ্বত্থ গাছ আছে।
মেলার আয়োজকদের দাবি, তথাকথিত ভূততাড়িত লোকজনকে এখানে এনে ভূতকে তাদের শরীর থেকে ছাড়ানো হয় এবং একটি লোহার পেরেকে ভূতকে আটকে ফেলা হয়। এরপর ভূতটিকে পাশের অশ্বত্থ গাছের গায়ে পেরেক ঠুকে আটকে দেওয়া হয়। তাদের বিশ্বাস, পেরেকটি না খোলা পর্যন্ত ভূতে সেখানে আটকে থাকবে।