রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অস্ত্র, খুন, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক, ভাংচুর, জ্বালাও-পোড়াও সহ ৯ মামলার আসামী রফিকুল ইসলাম প্রকাশ রবিন (২০) কে ঢাকার বংশাল থানার আগামাসিলেন থেকে গ্রেফতার করেছে পুলিশ। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এসআই কাওসারুজ্জামান বংশাল থানার পুলিশের সহযোগীতায় রোববার ভোর ৫ টায় তাকে গ্রেফতার করে।
থানা সূত্র জানায়, রফিকুল ইসলাম প্রকাশ রবিন দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে সংগবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে বিভিন্ন সময় তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় ৯টি মামলা দায়ের হলেও সে ছিল পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানা পুলিশের সহযোগীতায় রামগঞ্জ থানা পুলিশ আগামাসিলেনে অবস্থান নেয়। রোববার ভোরে রবিনকে স্থানীয় লোকজন আগামাসিলেনের গলিতে ছিনতাইকারী সন্দেহে গনধোলাই দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম প্রকাশ রবিন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের হাজী শামছুননুর পাটওয়ারীর ছেলে।