আওয়ামী লীগেরর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি থেকে বের হতে পারে নি। বিএনপি নেতার রিটের কারণে হাই কোর্ট নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির ষড়যন্ত্রের কারণে এই নির্বাচন স্থগিত হয়েছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ভোটে হার নিশ্চিত জেনে সরকার নিজেদের লোক দিয়ে উচ্চ আদালতে রিট করিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান বলেন, সিটি নির্বাচন নিয়ে ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা মানুষকে বিভ্রান্ত করার জন্য টিভির পর্দা গরম করছে। আপনারাই যে এই ষড়যন্তের সাথে জড়িত, এটা মানুষ বুঝে গেছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না।
বিএনপি মনোনিত প্রার্থী তাবিথ আউয়ালকে অর্থ পাচারকারী আখ্যায়িত করে হাছান মাহমুদের ভাষ্য, তার জন্যই বিএনপি নেতারা হাই কোর্টে রিট করেছে। তিনি বলেন, তাবিথ আউয়ালের পুরো পরিবারই অর্থ পাচারের সাথে জড়িত। আর এটা বুঝতে পেরেই কিছু বিএপির নেতারা রিট করে দিয়েছেন।