গাজীপুরে কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Slider টপ নিউজ

Gazipur-15-Jan

 

 

 

 

 

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাস প্যারেড গ্রাউন্ডে ৫০তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ রিক্রুটদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ শপথ গ্রহণ ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, কারা উপ-মহাপরিদর্শক মোঃ বজলুর রশীদ, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সহ কারাগার সমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রিক্রুটদের কুচকাওয়াজ পরিদর্শন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে তিনি কৃতি রিক্রুট রংপুর কারাগারের কারারক্ষী আরাফাত হোসেন, নড়াইল জেলা কারাগারের কারারক্ষী শিপ্রা বিশ্বাস ও ভোলা জেলা কারাগারের আসাদুজ্জামান রাসেলের হাতে পুরস্কার তুলে দেন।  এবং কারারক্ষীদের আন-আর্মড কম্ব্যাট ডিসপ্লে ও পিটি ডিসপ্লে উপভোগ করেন।

এ প্রশিক্ষণ কোর্সে ২৯৯ জন পুরুষ ও ৬৫ জন মহিলা কারারক্ষীসহ মোট ৩৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *