ফরিদপুরের চরভদ্রাসনে শুস্ক মৌসুমে পদ্মা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে ফসলী জমিসহ বেশ কয়েকটি বসতবাড়ি। ফলে পদ্মানদী তীরের বসতিদের মধ্যে ভাঙ্গন আতংক বিরাজ করছে। পদ্মানদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আজ স্থানীয় এলাকাবাসী নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সকালে প্রচন্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষ নদীর পাড়ে হাতে হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তারা পদ্মানদীর ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। চরভদ্রাসন সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যা মো. আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, আ. হালিম মাষ্টার, ওয়াছেল মাষ্টার, বাবুল মন্ডল, আকতারুজ্জামান, আ. কুদ্দুস, হারুনার রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার এমপি ডাঙ্গী গ্রাম থেকে ফাজিলখাঁ’র ডাঙ্গী, বালিয়াডাঙ্গী গ্রামের প্রায় আড়াই কিলোমিটার এলাকা নদী ভাঙ্গনকবলিত। শুস্ক মৌসুমে নদী ভাঙ্গনের কারনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী কয়েকশ পরিবার। বক্তারা আরো বলেন, গত তিনদিনে এমপি ডাঙ্গী, ফাজিলখাঁ’র ডাঙ্গী ও বালিয়াডাঙ্গী গ্রামের অস্থায়ী বাঁধ প্রকল্পের বেশকিছু বাঁধসহ ১৩ একর ফসলি জমি পদ্মায় বিলীন হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাউবো ভাঙ্গনরোধে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের কাজ করেছিল। কিন্তু সেই কাজের কোন সুফল পাওয়া যায়নি। দ্রুত ভাঙ্গন কবলিত স্থানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি তাদের।