আমরা মনে করি, সমস্যা যত কঠিনই হোক না কেন, স্থানীয় জনগণকে আস্থায় নিয়ে এর সমাধান করতে হবে। জমির ন্যায্য দাম পাওয়া নিয়ে বাসিন্দাদের মধ্যে যে আশঙ্কা রয়েছে, সেটি দূর করার দায়িত্ব প্রশাসনেরই। আশার কথা, এ ব্যাপারে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের অবস্থান ইতিবাচক। এই দুটি দলের দায়িত্বশীল দুই নেতা প্রথম আলোর সঙ্গে আলাপকালে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়া শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে হলে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা রুটে চলাচলকারী পরিবহনের জন্য বিকল্প সড়ক তৈরি করতে হবে। অধিকাংশ বড় শহরে বিকল্প বাইপাস সড়ক থাকলেও ময়মনসিংহে সেটি নেই। এ ব্যাপারে কর্তৃপক্ষ যত দেরি করবে, জনগণের দুর্ভোগ তত প্রলম্বিত হবে।
তবে আশার খবর হলো ময়মনসিংহ শিক্ষা বোর্ড চালু হয়েছে এবং একজন চেয়ারম্যানও নিয়োগ পেয়েছেন। আশা করা যাচ্ছে, আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এই বোর্ডের অধীনে হবে। বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ময়মনসিংহবাসীর মধ্যে যে হতাশা দেখা দিয়েছে, তা দূর করতে হবে সমস্যাগুলোর সমাধান করেই। আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে নাগরিকদের সুযোগ-সুবিধার দিকে নজর দিতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর সিটি করপোরেশন নির্বাচনই হলো তার শ্রেষ্ঠ উপায়।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিধন্য ময়মনসিংহ একটি আদর্শ বিভাগীয় শহর হিসেবে প্রতিষ্ঠা করা হোক।