ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্নে আগামী কয়েক দিনের মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এ খবর জানিয়ে বলেছেন, ফ্রান্সের সহায়তায় এ প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি করার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হতে পারে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ফ্রান্স ক্রমেই অগ্রসর হচ্ছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য সদস্যদের এ কাজে একত্রিত করতে পারবে বলে রিয়াদ আশা প্রকাশ করেন।
আলোচ্য প্রস্তাবটি গত সেপ্টেম্বরে অনুমোদন দেয় আরব লীগ। এতে ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাতে বলা হয়েছে। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন,ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের অবসানে আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ২২ সদস্যের আরব লীগ ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আদালতের সদস্যপদ অর্জনে ফিলিস্তিন ঐক্য সরকারের পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছে এ জোট।
গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি জাতীয় ঐক্যের সরকার জাতিসংঘের অনুমোদিত ১৯৬৭ সালের পূর্ব সীমা অনুসারে ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা নির্ধারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য ইহুদিবাদী ইসরাইল এতে চরমভাবে নাখোশ হয়েছে। ফিলিস্তিন ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে ইসরাইলের সাথে কোন আলোচনা নয়। কারণ, ফিলিস্তিনিরা তাদের এক ইঞ্চি ভূমিও ত্যাগ করতে রাজি নয়।